মিজানুর রহমান :
বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে দিন দিন বাড়ছে শিশুশ্রমিক । গেল কয়েক বছর ধরে দেখা যায় শতশত শিশু প্রতিদিন সমুদ্র সৈকতে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ছে। ফলে জেলার শিক্ষার হার মারাত্মকভাবে কমছে।
সরেজমিনে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে কিছু শিশু শ্রমিক পানি বিক্রি করছে। কিছু শিশু পর্যটকদের মাথা থেকে পা পর্যন্ত টিপে দিচ্ছে মাত্র ২০-৪০ টাকার জন্য। কিছু শিশু ঘোড়া দিয়ে পর্যটকদের ঘোরাচ্ছেন। কিছু শিশু ঝিনুক বিক্রি করছে,কিছু আমড়া থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করছে। আবার কিছু শিশু ছাতা গুলো দেখাশোনা করছে। কিছু শিশু ফুল বিক্রি করছে, কিছু শিশু দোকান করছে। কিছু শিশু ক্যামেরা দিয়ে পর্যটকদের ছবি তোলাসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এখানে ছেলে মেয়ে উভয়কেও দেখা গেছে।
এমন কি এসব শিশু দিন দিন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে । আবার কিছু শিশু দিয়ে মাদক আনা নেয়ার কাছ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
জানাযায়, এসব শিশুদেরকে বেশিরভাগ কাজে লাগিয়ে ব্যবহার করে একটা সিন্ডিকেট । তারা শিশু গুলোকে কাজে লাগিয়ে টাকার মালিক হচ্ছেন বলেও জানাযায়। অন্যদিকে বিপদগামী শিশুশ্রম বাড়ছে আশংকাজনকভাবে।
আর এ শিশু শ্রমিকের অর্ধেকেরই বয়স ৫ থেকে ১১ বছর। এদের বেশির ভাগই ছেলে। করোনাভাইরাস মহামারি ও লকডাউনের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক সংকট গত এক বছরে আরও শতশত শিশুকে ঠেলে দিয়েছে একই দুর্ভাগ্যের দিকে।
মহামারিকাল শিশুদের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী কয়েক বছরে হাজার হাজার শিশু শ্রমিক হতে পারে বলে আশঙ্কা সচেতন মহলের।
জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানাযায়, বিশ্বজুড়ে শিশু শ্রমিকের সংখ্যা ২০২০ সালের ১৬ কোটি অতিক্রম করেছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে এ তালিকায় যোগ হয়েছে ৮৪ লাখ নতুন নাম, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। আগামী দুই বছরে আরও ৫ কোটি শিশুশ্রমিক বাড়তে পারে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ‘চাইল্ড লেবার: গ্লোবাল এস্টিমেটস ২০২০, ট্রেন্ডস অ্যান্ড দ্য রোড ফরোয়ার্ড’ শীর্ষক প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমরা এই শিশু গুলোর তালিকা করছি। এই তালিকা হওয়ার পর তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।