মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ একটি নোহা গাড়ি জব্দ করেছে। এসময় পুলিশ মোঃ আব্দুর রহমানকে (৩২) আটক করেছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আন্দার মার দরগাহ এলাকায় সড়কে গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা জব্দ করে। আব্দুর রহমান নেত্রকোনার মোহনগঞ্জ থানার ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীর শাহ মাজার বাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
জানা যায়, সাতকানিয়া থানার উপপরিদর্শক রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কের নেজামুদ্দিন এলপিজি পাম্পের সামনে সড়কে (ঢাকা মেট্টো-চ-১৫-১০৩৪) নাম্বারের একটি ‘নোহা হাইস’ গাড়ি থামিয়ে তল্লাশি করে। পরে সিডি বক্সের ভিতরে লোকানো অবস্থায় কস্টেপ মোড়ানো ৩ হাজার পিস ইয়াবা জব্দ করে।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার সকালে মহাসড়কে তল্লাশি করে ৩ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
এব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।