আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে এ সভা হয়।
সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক। এ সময় উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম উপস্থিত ছিলেন। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় মৎস্য সপ্তাহে দেশি মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী প্রচার প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চলবে।
কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক জাহেদুল হক, খালেদ মনসুর, মহিউদ্দিন মনজুর, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, কোরবান আলী টিটু, রুপন দত্ত, মো. রিয়াদ, হাসান জাহিদ প্রমূখ।
মতবিনিময় সভার এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ও জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।