সাতকানিয়া প্রতিনিধি:

সাতকানিয়ায় পারিবারিক কলহের জের ধরে ছাদ বিমের সাথে গলায় ওড়না পেচিয়ে কুনছুমা ছিদ্দীকা হুমাইরা (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। ২৯ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালামিয়া পাড়ার মোহাম্মদ ইসমাঈলের মেয়ে।

স্থানীয়রা জানান, নিহত হুমাইরার বিয়ে নিয়ে পরিবারের লোকদের সাথে দীর্ঘদিন ধরে হুমাইরার মত বিরোধ চলছিল।এ কারনে হুমাইরা মাগরিবের আজানের আগে পরিবারর লোকদের অগোচরে নিজ বাড়ির ছাদবীমের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি যতদুর জেনেছি তা হল, বিয়ে নিয়ে হুমাইরার সাথে পরিবারের বিরোধ চলে আসছিল।