চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওযা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশ অন্তত ১০ নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপি দাবী করলেও পুলিশ বলেছে ৭জনকে তারা আটক করেছ।
আজ বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এর পর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় ৭ জনকে আটক করা হয়েছে
এর আগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপি-র প্রতিষ্টাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।