লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়ায় উপজেলার পদুয়া ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে খুরশিদা বেগম (৫০) নামে এক সন্তানের জননী আত্নহত্যা করেছে।

শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ডোয়ার আলী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খুরশিদা বেগম ওই এলাকার জাফর আহমদের স্ত্রী।

স্থানীয়রা জানান,বাড়িতে খুরশিদা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া থানার এস আই পার্থ সারথি হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ নিহতের গলায় গামছা পেঁছানো আঘাতের চিহ্ন রয়েছে।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পরে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপরে আমার মা আইনগত পদক্ষেপ নিচ্ছি।