বলরাম দাশ অনুপম:
কক্সবাজার ও বান্দরবান জেলায় বিভিন্ন সরকারী অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‌্যাব-১৫। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পার্সপোট অফিস, ভূমি অফিস, বিআরটিএ অফিস এবং বিভিন্ন হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩ জনকে কারাদন্ড ও ১২ জনকে অর্থদন্ড করা হয়েছে। রবিবার রাতে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া এন্ড অপারেশন্স আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১২ জনকে অর্থদন্ড করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন- মিশন চন্দ্রনাথ ১৫ দিন, শাকের আহমদ ৩০ দিন, মোঃ ইউনুছ ৭ দিন।

তাছাড়া জসিম উদ্দিনকে ২ হাজার, মোঃ শাহ আলমকে ৫ হাজার, মোঃ রুবেলকে ১০ হাজার, ছৈয়দ আলমকে ১০ হাজার, সবুজ শর্মাকে ১০ হাজার, জসিম উদ্দিনকে ৬ হাজার, প্রবীর শীলকে ৩ হাজার, সালাউদ্দিন, জাদু মিয়া, মোঃ মহসিন, মোঃ রিপন ও চঞ্চল বড়ুয়া প্রত্যেককে ৫‘শ টাকা করে জরিমানা করা হয়েছে।