সংবাদদাতাঃ
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ চট্টগ্রামের সরকার নিবন্ধিত একমাত্র পর্যটনসেবী সংগঠন ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) রেজিঃ নং- চট্ট ২৮৩৫ এর নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির সভাপতি এম রেজাউল করিমের নেতৃত্বে সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে ডিসির কার্যালয়ে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক আজমল হুদা, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মনির, অর্থ সম্পাদক ইকবাল হোসেন সাজ্জাদ, সহ অর্থ সম্পাদক আবুল কাসেম, দপ্তর সম্পাদক হুমায়ুন ইসলাম সুমন, প্রচার ও আপ্যায়ন সম্পাদক কাদের খান, নির্বাহী সদস্য
মমতাজ মিয়া, রুপম মল্লিক, এম এন আমিন ও মোঃ সোহেল।

এ সময় জেলা প্রশাসক নবনির্বাচিত টুয়াক নেতৃবৃন্দকে উঞ্চ অভিনন্দন জানান। সেই সাথে পর্যটন শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কক্সবাজারে আসা পর্যটকরা যাতে কোনভাবে হয়রানি না হয়; সর্বোচ্চ সেবা পায়, সে বিষয়টি দৃষ্টি রাখতে টুয়াক নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।