মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী পৌর সদর এলাকার সুবেদার পুকুর পাড়ে রাঙামাটিগামী একটি চলন্ত যাত্রীবাহী বাস এ আগুন লেগে যায়।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন দেখে পাশের পেট্রোল পাম্প থেকে দমকল বাহিনীকে ফোন করলে ফায়ার সাভিস এর দুটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্তনে নেয়। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি পেট্রোল পাম্পসহ ওই এলাকার প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি। এ ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছে বলে জানান স্থানীয়রা।
হাটহাজারী ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী মক্কা পরিবহন (ঢাকা মেট্টো-১৪-২৪১৭) নামে একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্তায় আগুন ধরে গেলে সাথে সাথে বাসটি রাস্তার উপর দাড়িয়ে যায়,স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হই। সড়কের উপর বৈদ্যুতিক খুটি’র তার থেকে বাসের ছাদের পণ্যের সাথে লেগে আগুনের সুত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। আগুন দেখে বাস থেকে লাফ দিয়ে দ্রত যাত্রীরা বের হয়ে আসে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।