আনোয়ারা প্রতিনিধি:
সারাদেশের মতো আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নে মঙ্গলবার সকাল ৯টা থেকে একযোগে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হয়েছে। গত ৭ আগষ্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন,একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন জানান,আনোয়ারার ১১টি ইউনিয়নের ১১টি কেন্দ্রে ৩৩টি বুথে ২৫ বছর বা তদুর্ধ্ব ২০০ জন করে মোট ৬৬০০ জনের শরীরে চীনের তৈরি সিনোফার্মের ২য় ডোজের টিকা প্রয়োগ করা হয়।
এদিকে গণটিকা দিতে প্রথম ডোজ দেওয়ার কার্ড নিয়ে সকাল থেকেই টিকাদান কেন্দ্রের সামনে ভিড় করেন টিকা নিতে আসা লোকজন। যে কারণে প্রতিটি কেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
দুপুরে আনোয়ারা সদর ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন ও আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব।
এদিকে,বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসা টিকা গ্রহিতাদের হালকা খাবার দিয়ে বরণ করেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ওসমান গনি,রাঙাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মাহবুবুর রহমান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন-আনোয়ারায় বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।