জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার সিটি কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়ন মৌলভীর কাটা বড়জামছড়ির আবদুল মালেক কাজল।
গত ১১ সেপ্টেম্বর অধ্যাপিকা এথিন রাখাইন (সাবেক এম.পি) সভাপতিত্বে গভর্ণিং বড়ির সভায় পদোন্নতি দেওয়া হয়।
আবদুল মালেক কাজল মৌলভীর কাটা বড়জামছড়ি এলাকার আবদুল করিমের ছেলে। তার মায়ের নাম জুহুরা বেগম। পরিবারে ২ ভাই ৩ বোনের মধ্যে আব্দুল মালেক কাজল সবার বড়।
তিনি ২০১২ সালের ২০ সেপ্টেম্বর কক্সবাজার সিটি কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগদান করেন কাজল।
সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং অত্র কলেজের সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন ও অধ্যক্ষ ক্যথিং অং স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেই সঙ্গে সফলতা ধারা অব্যাহত ও কর্মজীবনের সাথে সফল হয়, সবার প্রতি দোয়া কামনা করেছেন।