মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
লোহাগাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাতকানিয়ার মাদক কারবারী ওবায়দুর রহমান (২৬) কে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
সে সাতকানিয়া উপজেলার ছদাহা রোয়াজির পাড়া এলাকার ফকির আহমদের ছেলে।
ওসি জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারী ওবায়দুরের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।