আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ হোসেনেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ডিএইচ মনছুর।

গঠিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে যে কোনো সময় নির্বাচন সম্পন্ন করবেন।