ইমাম খাইর, সিবিএন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মধ্যম পোকখালীর কৃতিসন্তান মুফতি হুমায়ুন কবীর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
তার গবেষণার বিষয়বস্তু হলো, ‘ইসলামি শরীয়ার আলোকে আধুনিক লেনদেন।’
মুফতি হুমায়ুন কবীর ২০১৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ব্যাংকিংয়ের উপর এম.ফিল ডিগ্রি লাভ করেন।
জামিয়া এমদাদিয়া পোকখালী ও জামিয়া ইসলামিয়া পটিয়ার কৃতিছাত্র মুফতি হুমায়ুন কবীরকে বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম (১৬-০৯-২১) সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রি দেয়া হয়। তিনি আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা কক্সবাজার ও দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদ্রাসা কক্সবাজারের উপদেষ্টা।
ডক্টর হুমায়ুন কবীরের পিতার নাম শফিউল ইসলাম এবং মায়ের নাম মর্জিয়া বেগম। তিনি পরিবারের দ্বিতীয় পুত্র সন্তান।
হুমায়ুন কবীর একজন তরুণ লেখক ও গবেষক। সমসাময়িক বিষয়ে তিনি অনেক লিখেছেন। ১৪ টি অনুবাদ ও বই প্রকাশিত হয়েছে। ভবিষ্যত গবেষণামূলক কাজে চালিয়ে যাওয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন ড. হুমায়ুন কবীর।
এদিকে, ডক্টরেট ডিগ্রি লাভ করায় মুফতি হুমায়ুন কবীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদ্রাসা কক্সবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি।
তিনি তরুণ এই গবেষকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও সফলতার ধারা অব্যাহত রাখতে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।