আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার খান জাহান আলী থানার বাসিন্দা আবদুল কুদ্দুস হাওলাদারের ছেলে মাসুদ রানা (২৮), তার ভাই রিয়াজ হাওলাদার (২৩),মৃত বাবুল মোল্লার ছেলে সাজু মোল্লা (২৪) ও বাবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৩)। তারা প্রত্যেকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় ভাড়ায় থাকেন।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
আনোয়ারায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেপ্তার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।