চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নগর ও ১৪ উপজেলায় ১ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৩০ জন, বিভিন্ন উপজেলার ২০ জন। এদিন মারা গেছেন ২ জন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩টি, বিআইটিআইডিতে ৫৩৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৭৫টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি, শেভরনে ৫৭৫টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০৩টি, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩টি, ইপিক হেলথ কেয়ারে ৭৫টি এবং ল্যাব এইডে ২টি।
এ পর্যন্ত নগরে ৭৩ হাজার ৩৮৭ এবং উপজেলায় ২৭ হাজার ৮৯৮ জন মিলে মোট ১ লাখ ১ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে নগরে ৭০৮ জন ও উপজেলায় ৫৭৩ জন মিলে মোট ১ হাজার ২৮১ জন মারা গেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।