মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
সাতকানিয়ায় কেরানীহাট-বাঁশখালী
সড়কে দুর্ঘটনায় গোলাম মোস্তফা মিশু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার দুপুর তিনটার দিকে এওচিয়ার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিশু কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, মিশু বাইক চালিয়ে সাতকানিয়া সদরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বাইকের স্টিয়ারিংয়ের সাথে বুকে আঘাত লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।