সংবাদদাতা:
মেডিসিন বিশেষজ্ঞ তরুণ ডাঃ মো. ওয়াহিদুর রহমান (মাসুম)। ২০ আগষ্ট চট্টগ্রামের পোর্টকানেক্টিং রোডের কে ব্লকে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১ মাস রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন (২০ সেপ্টেম্বর) সোমবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় লাইফ সাপোর্টে মৃত্যু বরন করেন।
তাহার এই অকাল মৃত্যুতে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশ (সিআরএ)র সভাপতি সাংবাদিক সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি এক তরুণ চিকিৎসক হিসেবে চট্টগ্রামের এক আলোকিত মুখ হিসেবে খুবই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তিনি মানুষের কল্যাণে সব সময় গরীব অসহায় এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তাহার এই মৃত্যুতে নগরীর হালিশহর সহ সারা চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে
তিনি নগরীর হালিশহর পি এইচ আমীন একাডেমিন ২০০১ ব্যাচ এর প্রাক্তন ছাত্র, তাহার ২ সন্তান, স্ত্রী, পিতা -মাতাসহ আছেন।
তাহার মৃত্যুতে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে সভাপতি সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম মরহুমের আত্মার শান্তি কামনা ও একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নানতবাসী করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।