মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান হাবিব জিতু।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীব) কানিজ ফাতেমা, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক দিদারুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
প্রতিযোগিতায় উপজেলার ৩টি মাদ্রাসাসহ ২১ টি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিজ্ঞান বিষয়ক কুইজে সুখছড়ি উচ্চ বিদ্যালয় প্রথম, আধুনগর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেছে আধুনগর উচ্চ বিদ্যালয়। ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান ও তৃতীয় হয়েছে চুনতি উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান হাবিব জিতু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।