সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার বড় বাজার জামে মসজিদ কমপ্লেক্স হেফজখানা ও এতিমখানার বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিফজখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর সভার সাবেক কাউন্সিলর আবু জাফর ছিদ্দিকী।
মসজিদ পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মাওলানা আবদুল গফুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন-বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন, কক্সবাজার আলির জাহাল বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিক বিন ছিদ্দিক, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।
হিফজখানার প্রধান শিক্ষক হাফেজ শামসুল হুদার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাফেজ মিজানুর রহমান, হাফেজ ওসামা মাদানীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাদর তিলাওয়াত, ক্বেরাত, হামদ, নাত, আজান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বড় বাজার জামে মসজিদ হেফজখানার বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।