প্রেস বিজ্ঞপ্তি:
শুক্রবার ২৪ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব
শুক্রবার ও শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে।
পদক্ষেপ বাংলাদেশ’র উদ্যোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দুইদিনের এই উৎসব আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন নৌ পরিবহণ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
উদ্বোধক হিসেবে থাকবেন দেশের নামকরা কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

বিশেষ অতিথি থাকবেন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জাতীয় কবিতা পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আসলাম সানী, পদক্ষেপ বাংলাদেশ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।
স্বাগত বক্তব্য রাখবেন পদক্ষেপ বাংলাদেশ’র কক্সবাজার জেলা সভাপতি তোফায়েল আহামদ।
সভাপতিত্ব করবেন পদক্ষেপ বাংলাদেশ’র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাদল চৌধুরী।

দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জাতীয় প্রেসক্ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, আইসিবি ইসলামি ব্যাংকের ফাইন্যান্স বিভাগের প্রধান সাখাওয়াত হোসেন, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খন।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, ধন্যবাদ জ্ঞাপন করবেন পদক্ষেপ বাংলাদেশ’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন সেলিম। সভাপতিত্ব করবেন, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আ আ স ম আরেফিন সিদ্দিক।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধন করা হবে। দুইদিনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোকচিত্র প্রদির্শিত হবে। চলবে কবিতা পাঠ, আবৃতি, নৃত্য, সঙ্গীত পরিবেশন ও কবিকণ্ঠে কবিতা পাঠসহ নানা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মসূচী অনুষ্ঠিত হবে।
উক্ত উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।