আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ইউপি কার্যালয়ের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শুক্রবার ভোরে এই আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়,শুক্রবার ভোরে ইউনিয়ন পরিষদ কার্যালয় কক্ষে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় আশপাশের মানুষজন এসে আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পরিষদের একটি ফটোস্ট্যাট মেশিন,দুটি প্রিন্টার,একটি ল্যাপটপ,একটি ডিজিটাল ক্যামেরা,দুটি সোলার প্যানেল,আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর। এ সময় ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন,ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বলেন,দুর্বৃত্তদের দেওয়া আগুনে পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে।
আনোয়ারায় দুর্বৃত্তদের আগুনে পুড়েছে ইউপি কার্যালয়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।