সংবাদদাতা:
হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ককসবাজার জেলা শাখার উদ্যোগে তিনদিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদে জুমা লালদীঘি জামে মসজিদে তিনদিন ব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে লালদীঘি জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজির সার্বিক তত্ববধানে সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ইলিয়াস লাহোরী।
বিশেষ প্রশিক্ষক ছিলেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ককসবাজার জেলা শাখার উপদেষ্টা মাওলানা ক্বারি জহিরুল হক।
প্রশিক্ষণ কোর্সে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছেন হুফফাজুল কুরআন সংস্থার জেলা শাখার সভাপতি শায়খ ক্বারী সাইফুল্লাহ কাসেমী।
তরবিয়তি বয়ান প্রদান করছেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ ককসবাজার জেলা শাখা সহ সভাপতি শায়খ মাওলানা হাফেজ মাছুম, হুফফাজুল কুরআন সংস্থার চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি শায়খ মাওলানা হাফেজ ফোরকান, মাদরাসা দারুল আরক্বম ঢাকার পরিচালক শেখ ফরিদ বিন মোস্তফা।
প্রধান অতিথির সমাপনি নছীহত পেশ করেন গোরকঘাটা মাদরাসার সম্মানিত শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা হাফেজ আব্দুল গফুর সাহেব।
শুরুতে তিলাওয়াত করেন রামু জামিয়াতুল মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান, জেলা হুফফাজুল কুরআন সংস্থার রামু থানা সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা হুমায়ুন রশীদ।
উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আব্দুর রহমান, ক্বারী নুরুল হক, ডাঃ ফায়সাল বিন নুরুল হুদা।
অনুষ্ঠান পরিচালনা করেন হুফফাজুল কুরআন সংস্থার জেলা সেক্রেটারী এডভোকেট হাফেজ রিদওয়ানুল কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন।
পরিশেষে সনদ বিতরণ ও মোনাজাতের মাধ্যমে কোর্স সমাপ্ত ঘোষণা করা হয়।
তিনদিনের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন উপস্থিত হয়েছেন সবার জন্য দুআ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।