মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হাটহাজারী পৌর সদর কড়িয়ার দিঘিরপাড় এলাকায় বিয়ে বাড়িতে সীমানা দেয়াল ভেঙে পড়ে শাকিল সবুজ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বাড়িতে আসার পথে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত হয়েছেন আরো দুই জন এরা হলেন নজরুল ইসলাম (২২) ও জালাল (১৮)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পর দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ফটিকা বায়তুশ শুক্কুর জামে মসজিদের দক্ষিণ পাশে আমিনুর রহমানের বাড়ি পৌঁছালে প্রায় ১০ বছর আগে নির্মাণ করা একটি বাড়ির সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়ে তাদের উপর। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত ও আরও দুজন আহত হন। গতকাল রাতে গুরুতর আহত নজরুলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় গায়ে হলুদের অনুষ্ঠান বন্ধ ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হাটহাজারীতে বিয়ে বাড়িতে সীমানা দেয়াল চাপায় নিহত ১, আহত ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।