চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের কর্ণফুলীতে মুহাম্মদ শাকিল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা গ্রামের ৩ নং ওয়ার্ডের এক খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার এসি মো. দুলাল মাহমুদ।
ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। হয়তো তাকে অন্য জায়গায় হত্যা করে ওখানে মরদেহ ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
জানা যায়, নিহত শাকিল পেশায় রিকশা চালক। সে শিকলবাহা গ্রামের ২ নং ওয়ার্ডের মো. নাজিমের ছেলে। উদ্ধারের সময় গলায় তার ফাঁস লাগানো ছিল। পরনে ছিল প্যান্ট ও শার্ট।
ঘটনাস্থল থেকে এসআই আলমগীর হোসেন বলেন, ফসলি জমিতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।