ইমাম খাইর, সিবিএনঃ
বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে লাবনী পয়েন্টে পৌঁছে শেষ হয়।
‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন’ এই প্রতিপাদ্যে র্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়, ট্যুরিস্ট পুলিশের সুপার মোঃ জিল্লুর রহমান, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবসের এই কর্মসূচিতে টুয়াকসহ বিভিন্ন আবাসিক হোটেলের কর্মকর্তা, কর্মচারীরা পৃথক ব্যানারসহ অংশ গ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।