জে.জাহেদ, চট্টগ্রাম:
নালায় পড়ে নিখোঁজের ৫ ঘন্টা পর কলেজ ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়া (২০)র মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় তার মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেন আগ্রবাদ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা।
তিনি বলেন, নিখোঁজ কলেজছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধারের পর তার স্বজনরা নিজ উদ্যোগে আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ১০টার দিকে বাদমতলী এলাকায় ড্রেনে পড়ে সেহরিন মাহমুদ সাদিয়া নিখোঁজ হন। জানাগেছে, রাত ১০টার পর আগ্রাবাদ বাদামতলী মাজারের সামনে রাস্তার নালা পাশ দিয়ে হেঁটে বাসায় যাওয়ার সময় ঔই তরুণী অসাবধানতাবসত নালায় পড়ে ময়লা আবর্জনার মধ্যে ডুবে যায়।
মৃত সাদিয়া (২০) নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্রী বলে জানা গেছে। তার বাড়ী নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া শুক্কুর মেম্বারের বাড়ি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।