নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বই উপহার দিলেন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এসব বই শিক্ষার্থীদের উপহার হিসেবে ও স্কুল লাইব্রেরীর জন্য দেয়া হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানায়। সেই স্বাধীনতার ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে এই বই ভূমিকা রাখবে। তিনি ইউপি সদস্য হেলাল উদ্দিনকে বই উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।
ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, আধুনিক ও উন্নত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি দ্রুত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর সেই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার যে লেখা তা সাধারন ছাত্র-ছাত্রীদের মাঝে জানিয়ে দিতে এই উদ্যোগ।
বই বিতরণকালে সিনিয়র শিক্ষক রাহুল বড়ুয়া, রূপন দেওয়ানজী, দিপন বড়ুয়াসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের উদ্যোগে স্মারকবৃক্ষ রোপন করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে বই উপহার দিলেন ইউপি সদস্য হেলাল উদ্দিন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।