চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

তবে ট্রেনটির দুটি কন্টেইনার বগি লাইনচ্যূত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা স্নেহাশিস গুপ্ত। তিনি বলেন, ‘ফৌজদারহাট এলাকায় একটি মালবাহী ট্রেনের লাইনচ্যূত হয়ে দুটি বগি পড়ে গেছে। উদ্ধার টিম ঘটনাস্থলে গেছে।