আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় পিকনিকের গাড়িতে নেচে গেয়ে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ জরিমানা করেন।
জানা যায়,দুপুরে আনোয়ারা উপজেলার সিইউএফএল সড়ক দিয়ে পিকনিকের একটি ট্রাক বেপরোয়া গতিতে ও উচ্চস্বরে গান বাজিয়ে অতিক্রম করছিল। তারা পটিয়া উপজেলা থেকে পারকি সমুদ্রসৈকতে পিকনিকে যাচ্ছিলেন। এ সময় গাড়িটিকে থামানোর সংকেত দিয়ে ধাওয়া করে মোহাম্মদপুর এলাকায় গাড়িটি আটক করা হয়। পরে দুই হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন,পিকনিকের গাড়ির সবাই স্কুলছাত্র। তারা বুলেট গ্রæপ নাম দিয়ে উচ্চস্বরে গান বাজায়ি সৈকতে যাচ্ছিল। এ জন্য তাদের দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
আনোয়ারায় পিকনিকের গাড়িতে উচ্চস্বরে গান বাজানোয় জরিমানা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।