আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় নানা আয়োজনে পালিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি বের করে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ। দুপুরে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,সুগ্রীব মজুমদার দোলন,মহিলা বিষয়ক সম্পাদক পারভীন হাবিব,বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী,বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফ,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ছৈয়দ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার ও উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম প্রমুখ। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
এদিকে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে বরুমচড়া ইউনিয়ন পরিষদ। এতে ইউপি জেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরীসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ পৃথকভাবে কেক কেটে দিবসটি পালন করে।
আনোয়ারায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।