আনোয়ারা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে কাফকো এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)। মঙ্গলবার বিকেলে কাফকো সার কারখানা এলাকায় শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে কাফকো সিবিএ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাফকো সিবিএ সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন কাফকোর চীফ অপারেশন অফিসার (সিওও) গওসুল আজম ছিদ্দিকী।
কাফকো সিবিএ‘র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাফকো সিবিএ সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,কাফকোর মহাব্যবস্থাপক (উৎপাদন) মোহাম্মদ দাউদ,কাফকোর উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) কামরুল হাসান,কাফকো সিবিএ‘র সাবেক সভাপতি শরফুদ্দীন কবির চৌধুরী আনিস,উপজেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার নাথ। বক্তব্য রাখেন কাফকো সিবিএ ক্রীড়া সম্পাদক আবু তাহের,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার,আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,কাফকো সিবিএ নেতা জাকির হোসেন, মোবারক মিয়া,মিজানুর রহমান ও মো.রাশেদ প্রমুখ। পরে সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।