আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা থানা-পুলিশের উদ্যোগে  বুধবার বিকেলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো.হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসিম কুমার দেব,বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী,চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরোসহ বিট পুলিশিংয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি,বাল্যবিয়েসহ আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা তৈরি ও জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের ভূমিকা তুলে ধরা হয়।