চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পতেঙ্গায় ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা পাচারের সময় ১২ রোহিঙ্গা সহ ১৪ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-০৭।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় র্যাব ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করে। জব্দ করা ইয়াবার মূল্য ১২ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
আটকৃতরা হলেন – মো. মঞ্জুর আলম (১৯), মো. একরাম উল্লাহ (১৯), মোঃ আবুল কালাম (২৭), মো. আবুল ফয়েজ (৫০), মো. মনির হোসেন (৪৫), মো. আলম (৪১), মো. রফিক (২৯), মো. ইয়াহিয়া (২৮), মো. দীল মোহাম্মদ (২৩), মো. মজিবুর রহমান (১৯), মো. আব্দুল মজিদ (২৮), মো. তারেক (১৯), মো. হোসেন (৪২), মো. বশির আহাম্মদ (২২)।
র্যাব জানায়, কক্সবাজার থেকে একটি ফিশিং বোট ইয়াবার একটি বড় চালান খালাসের জন্য চট্টগ্রামে আসার খবর পেয়ে কর্ণফুলী নদী এলাকায় তৎপরতা বৃদ্ধি করে র্যাব।
বুধবার দুপুরে পতেঙ্গা এলাকায় একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায় র্যাবের টিম। তল্লাশির সময় ১৪ রোহিঙ্গা র্যাবের হাতে ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা ইয়াবার চালান নিয়ে আসার কথা স্বীকার করে তিনটি ট্রাভেল ব্যাগে লুকিয়ে রাখা ৩ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা বের করে দেয়।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-০৭ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) নুরুল আবছার জানান, আটক আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।