সিবিএন ডেস্ক : বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না।

ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’-এ চলমান সমস্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সার্ভার ডাউনের কারণে এসব অ্যাপ একেবারেই বন্ধ রয়েছে। সামাজিক মাধ্যম বিশেষজ্ঞরাও টুইটে ফেসবুকের এ সমস্যার কথা জানান।

বাংলাদেশেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবায় সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।