মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার ৭ অক্টোবর কক্সবাজার আসছেন।
প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর যাবেন। সৈয়দপুর বিমানবন্দরে সকাল ৯ টায় বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর-কক্সবাজার বিমান চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
সৈয়দপুর থেকে উদ্বোধনী ফ্লাইটে প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সকাল ১১ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন বেলা ১২ টা ১৫ মিনিটে তিনি কক্সবাজারের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার বেলা ২ টা ৩৫ মিনিটে প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী সংক্ষিপ্ত সফর শেষে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আঃ জলিল (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।