আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে জেলায় শ্রেষ্ঠ নিবন্ধনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সম্মাননা গ্রহণ করেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। চট্টগ্রাম জেলা প্রশাসক মো.মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও স্থানীয় সরকার বিভাগ,চট্টগ্রামের পরিচালক মো.মিজানুর রহমান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো.ইলিয়াছ চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফর নাহার। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগ,চট্টগ্রামের উপ-পরিচালক মো.বদিউল আলম। আলোচনা শেষে শ্রেষ্ঠ নিবন্ধনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহের হাতে তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসক।