আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ড ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার বিকেলে উপজেলার বরুমচড়া গ্রামের মোহাম্মদ আলী খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে।
বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,বুধবার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে এসব ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ভস্মীভুত হয়ে যায়। আগুনে মো. হোসেন,ইকবাল হোসেন, বেলাল হোসেন,আহমদ হোসেন ও সাদমান হোসেনের ঘর পুড়ে যায়। তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। খবর পেয়ে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা সহযোগিতা করেন।