মোহাম্মদ হোসেন,হাটহাজারী:
চট্টগ্রামের হালদায় অভিযান পরিচালনা করে দুই হাজর ৭ শত মিটার ঘেরা জাল জব্দ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার(৭ অক্টোবর) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নেতৃত্বে অভিযানে একটি মাছ ধরার নৌকা ধ্বংস করা হয়।
বিকেলের দিকে টানা কয়েক ঘন্টা হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানকালে উড়কিরচর জেলেপাড়া এলাকা থেকে একটি জাল বসানোর নৌকা আটক করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি। এর আগে বিগত ৪ অক্টোবর রাতভর পরিচালিত অভিযানে হালদার উপজেলার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা’র বিভিন্ন স্থান থেকে ৫ টি বড় ঘেরাজাল উদ্ধার করা হয়। জাল ৫ টির মোট দৈর্ঘ্য ২ হাজার ৭০০ মিটার। স্থানীয় গ্রাম পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হয়। আইডিএফ এর সহযোগিতায় গ্রাম পুলিশের মাধ্যমে জালগুলো জব্দ করা হয়।
ইউএনও শাহিদুল আলম বলেন,হালদায় মা মাছ ও ডলফিন রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত কঠোর অভিযান চলবে। অবৈধ মাছ শিকারীদের তথ্য প্রদান করার জন্য হালদার পাড়ের সচেতন লোকজনকে অনুরোধ জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।