আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শঙ্খনদের মোহনা থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়েছে। আনোয়ারা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক তার সঙ্গে ছিলেন। কোস্টগার্ড সাঙ্গু স্টেশন ও গহিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জব্দ জালগুলো ওইদিন দুপুরে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সামনে পুড়িয়ে ফেলা হয়।
আনোয়ারায় ৫ হাজার মিটার মশারি জাল জব্দ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।