আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলন হয়। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.আবু ছৈয়দ,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.জানে আলম,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালামত উল্লাহ চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.ইলিয়াছ ও সদস্য আবদুল জব্বার তালুকদার। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন,উপজেলা যুবলীগের সদস্য জামাল উদ্দিন টিপু,জালাল উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক মো. ফোরকান প্রমুখ। এর আগে বিকেল ৩টায় উপজেলার চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসা মাঠে রায়পুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এসব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় কারও নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাছাই-বাচাই করে কমিটি ঘোষণা করা হবে বলে জানান নেতারা।