আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই উল্লেখ করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বলেছেন,ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত প্রচেষ্টায় আনোয়ারা উপকূলে বেড়িবাঁধ নির্মাণ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে সুরক্ষার ব্যবস্থা করেছেন। এখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। রবিবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.আবু ছৈয়দ,উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো.জানে আলম,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালামত উল্লাহ চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আবুল হাসান কাশেম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো.ইলিয়াছ ও সদস্য আবদুল জব্বার তালুকদার। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন,উপজেলা যুবলীগের সদস্য জামাল উদ্দিন টিপু,জালাল উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক মো. ফোরকান প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে খোর্দ্দ গহিরা,মধ্য গহিরা ও পূর্ব গহিরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফরম জমা নেওয়া হয়। তবে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে একের অধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন মমতাজ উদ্দিন।
‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই’
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।