নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজানে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কেবল নৌকার একজন করে প্রার্থী। একইভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেও মেম্বার পদে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সংরক্ষিত নারী আসনেও একজন করে প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ নভেম্বর রাউজান উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য ১৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ১৪ জন প্রার্থীই মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন যাচাই বাছাইয়ের কাগজপত্র ঠিক থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
একইভাবে ১৪ ইউনিয়নের ১২৬ ওয়ার্ডেও মেম্বার পদে একজন করে মনোনয়ন জমা দিয়েছেন। আর সংরক্ষিত নারী মেম্বার পদের ৪২ আসনের বিপরীতে ৪২ জনই মনোনয়ন জমা দিয়েছেন। এসব পদেও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
অরুণ উদয় ত্রিপুরা আরও বলেন, ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্রের কাগজপত্র ঠিক থাকলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন- কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বিনাজুরীতে ইউনিয়ন রবীন্দ্র লাল চৌধুরী, হলদিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী লালু, নোয়াজিশপুর ইউনিয়নে এম সরোয়ার্দ্দি শিকদার, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবসার, রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু।
এছাড়াও পাহাড়তলী ইউনিয়নে মোহাম্মদ রোকন উদ্দিন, বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, পূর্ব গুজরা ইউনিয়নে এম আব্বাস উদ্দিন, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।