আবুল কালাম, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত আর্টিলারী সেন্টারের গানার্স গোডাউন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালের দিকে হালিশহর আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন বাজারে এ আগুনের সূত্রপাত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনে পুরোপুরি নির্বাপণ সম্ভব হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহমেদ বলেন, ‘সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হালিশহরের গোডাউন বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করেছে।
গোডাউন বাজারের ওইখানে শতাধিক কাঁচা তরিতরকারি এবং কাপড়ের দোকান ছিলো। অগ্নিকাণ্ডে বেশিরভাগই পুড়ে গেছে। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহমেদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।