শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি।
সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়াও এসএসসি ও দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে।
এবার এসএসসিতে ১ হাজার ৫৬৭ জন এবং
দাখিলে ৪২৫ জন মোট ৪ কেন্দ্রে ১ হাজার ৯৯২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।
এসএসসিতে ৩ কেন্দ্রে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৫৯ জন, কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজে ৫৭৭ জন ও ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ৫৩১ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৯ মাদ্রাসা থেকে ৪২৫ জন পরীক্ষার্থী বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিবে বলে কেন্দ্র সূত্রে জানা যায় ।
এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া হবে। ইতিমধ্যে ৪ কেন্দ্রে মধ্যে দুইটি কেন্দ্রে টুল-টেবিলের সংকট ছিল যেহেতু এক টেবিলে একজন করে বসবে। তবে, আগামীকাল শুক্রবারের মধ্যেই তা সাজানো হয়ে যাবে বলে জানান তিনি ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।