শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ১ম দিনে এসএসসি পদার্থ বিজ্ঞান এবং দাখিলের পদার্থ ও কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) এসএসসিতে ২৭৮ জন ও দাখিলে ৪১৪ জন পরিক্ষার্থীর অংশ গ্রহণ করার কথা থাকলেও সেখানে
বড়ঘোপ ফাজিল ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে ১২ জন অনুপস্থিত থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানা যায়।
উল্লেখ, উপজেলার ৪ কেন্দ্রের মধ্যে কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ১০৭ জন,কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭০ জন, ধূরুং হাই স্কুল এন্ড কলেজে ১০১ জন
পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অন্যদিকে পদার্থ ও কুরআন মজিদ পরীক্ষায় বড়ঘোপ ফাজিল ইসলামিয়া মাদরাসায় ৪১৪ জনের মধ্যে ১২ জন অনুপস্থিত ছিলেন এবং মোট উপস্থিতি সংখ্যা ৬৮০ জন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।