নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বিদ্যানিকেতন কক্সবাজারের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান চকরিয়া কোরক বিদ্যাপীঠের বহু প্রতিক্ষিত বিদ্যালয় পরিচালনা কমিটি-২০২১ এর (ম্যানেজিং কমিটি) নির্বাচন আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় অভিভাবক সদস্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষানুরাগী, বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু, দৈনিক খোলা কাগজ ও দৈনিক সাগর দেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এম.মনছুর আলম (রানা)।
সোমবার (১৫নভেম্বর) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র মো: মঈনুদ্দীন, অলি উল্লাহ, ফারুক হোসেন ডিনার, মনজুর মোর্শেদ ও আদনান রামীমসহ অভিভাবক, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিক এম.মনছুর আলম জানান, আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনে
কোরক বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন সিকেবি এলামনাই এসোসিয়েশন এর সকল সদস্যদের সার্বিক সহযোগীতা এবং অভিভাবকদের অনুপ্রেরণায় তাদের কাঙ্কিত দাবীর প্রেক্ষিতে অভিভাবক সদস্য প্রতিনিধি হিসেবে মূলত মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমি উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হিসেবে বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ীর কাছে সার্বিক সহযোগীতা দোয়া ও সমর্থন কামনা করছি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।