[ঢাকা, ২১ নভেম্বর, ২০২১]- তীব্র হার্ট ফেইলিওর রোগীর শরীরে প্রথমবারের মতো সফলভাবে অত্যাধুনিক ডিভাইস স্থাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। গত ৩ নভেম্বর এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে এই সফল ইমপ্ল্যান্ট সম্পন্ন হয়। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে স্বয়ংসম্পূর্ণ ভাবে করা প্রথম সফল উদ্যোগ এটি। সি.আর.টি.ডি নামক ব্যয়বহুল ডিভাইসটি রোগীর শরীরে স্থাপন করেন চট্টগ্রাম এভারকেয়ার হসপিটাল-এর কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর অধ্যাপক ডা: শেখ মো: হাছান মামুন, এফসিপিএস, এমডি, এমআরসিপি।
বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও অসংখ্য হার্ট ফেইলিওর রোগী বিভিন্ন রকম ওষুধ সেবনের পরও দুঃসহ জীবন যাপন করে থাকেন। এসকল রোগীর চিকিৎসায় অত্যাধুনিক এই ডিভাইসটির ব্যবহার যুগান্তকারী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা হৃদরোগজনিত হঠাৎ মৃত্যু ঠেকায় এবং সেই সাথে হৃদপিণ্ডের ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করে।
ডা: প্রফেসর শেখ মো: হাছান মামুন বলেন, “হার্ট ফেইলিওর রোগীর শরীরে অত্যাধুনিক সি.আর.টি.ডি স্থাপন এই রোগের উন্নত চিকিৎসার অন্তর্গত। আমাদের হাসপাতালের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে বেসরকারি হাসপাতাল হিসেবে চট্টগ্রামে প্রথমবারের মতো আমরা এই ডিভাইসটি সফলভাবে স্থাপনে সক্ষম হয়েছি, যা চট্টগ্রামবাসীর জন্য জটিল হৃদরোগের আধুনিক চিকিৎসায় আশার আলো সঞ্চার করবে।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।