সিবিএন:
ইঞ্জিনিয়ারিংয়ে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বূয়েটের ভর্তি পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছেন মহেশখালীর মাতারবাড়ীর কৃতি সন্তান মাহী রশীদ চৌধুরী (অপু)। অপু মাতারবাড়ি রাজঘাট এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবি রশিদ আহমদ চৌধুরীর ছোট ছেলে।

অপু ইতিমধ্যে সরকারি মেডিকেল কলেজেও MBBS ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়।

মাহী রশিদ চৌধুরী অপু প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে চট্টগ্রামের মাস্টার মাইন্ড স্কুল থেকে । এরপর চট্রগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পিএসসিতে গোল্ডেন জিপিএ , জেএসসিতে গোল্ডেন জিপিএ , এসএসসিতে গোল্ডেন জিপিএ ও ঢাকা নটরডেম থেকে এইসএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়ার গৌরভ অর্জন করে।

তার এ কৃতিত্ব পূর্ণ রেজাল্টের জন্য রশিদ আহমদ চৌধুরী সর্বশক্তিমান আল্লাহর দরবারে লক্ষ কোটি শোকরিয়া আদায় করেছেন। ছেলের ভবিষ্যৎ মঙ্গলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মাহীর পিতা-মাতা।

অপুর অসাধারণ এই কৃতিত্বে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। একই সাথে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।