আবুল কালাম:
চট্টগ্রামের সাগরিকা রোড়ে একটি রাসায়নিক কারখানা হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাসে থাকা জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
এসময় উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, আগুন নেভানোর কাজে যোগ দেয় ১২টি ইউনিট। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।
রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাসায়নিক কারখানা হওয়ায় ভেতরে পানি ছিটানো হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, সকালে কারখানার বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিয়েছিল। মেরামতের সময় শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।